পাবনা ফরিদপুরে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল হতে প্রদেয় চিকিৎসা সহায়তার প্রাপ্ত ৫ লক্ষ ৪০ হাজার টাকায় ১১ টি চেক দুস্ত, অসহায়, জটিল ও ক্যান্সার রোগে আক্রান্ত ব্যাক্তিদের মাঝে বিতরণ করা হয়েছে।
(৯ নভেম্বর) বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকার সময় ফরিদপুর পৌর হলরুমে আনুষ্ঠানিক ভাবে চেক গুলো বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কে এম মামুনুর রশীদ রুমনের সঞ্চলনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো : গোলাম হোসেন গোলাপ, ফরিদপুর পৌর মেয়র খ, ম কামরুজ্জামান মাজেদ , ভাইস চেয়ারম্যান মো: নুরুল ইসলাম কুদ্দুস, ফরিদপুর থানা অফিসার ইনর্চাজ মো হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবির, সহ-সভাপতি আলহাজ্ব হাসান আলী বিএসসি, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম, প্রেসক্লাব সভাপতি হাফিজ উদ্দিন, সকল ইউনিয়ন চেয়ারম্যান সহ উপজেলা আওয়ামী লীগের অংগসংগঠন, চেক প্রাপ্ত দুস্ত, অসহায় ব্যাক্তি ও তাদের আত্মীয় স্বজনরা। দুস্থ অসহায় ব্যাক্তিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান ও কল্যাণ তহবিলের চেক হাতে পেয়ে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
চেক বিতরণ শেষে আলহাজ্ব মকবুল হোসেন সবার মাঝে বর্তমান সরকারের উন্নয়ন মুলক কার্যক্রম তুলে ধরেন ও সবাইকে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।