প্রেম দেবো উজাড় করে
সোহাগ দেবো দু’হাত ভরে।
ভালোবেসে সবই দেবো
যাহা তুমি চাও
হাতি দেবো,ঘোড়া দেবো
দেবো রাজ্যটাও।
মন দেবো,প্রাণ দেবো
দেবো দুধ-চিনি
মুঠো ভরে চাঁদ এনে
দেবো প্রতিদিনই।
গুলশানে দু’টো বাড়ি
কিনে দেবো এসি গাড়ি।
সোনা-দানা,হীরা-পান্না
দেবো কত কি ?
প্রতিমাসে কিনে দেবো
আট কেজি ঘি।
দেবো আমার দু’টি আঁখি
শত পোষা ঘুঘু পাখি
দেবো কত কিছু,
প্রতিবেলা খেতে দেবো
আপেল আর লিচু।
চাইলে দেবো আকাশটাকে
সবচেয়ে উচুঁ পাহাড়টাকে
দেবো বিমানটাও
যদি তুমি ভালোবেসে
মনটা আমায় দাও।