তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, আগে বাড়িতে আত্বীয় বেড়াতে আসলে প্রতিবন্ধী বাচ্চাদের লুকিয়ে রাখা হতো। শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন। প্রতিবন্ধী সুরক্ষা আইন পাশ করেছে শেখ হাসিনা সরকার।
মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১২টায় সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
পলক বলেন, বাংলাদেশে অনেক প্রধানমন্ত্রী ছিল তারা তো প্রতিবন্ধীদের কথা ভাবেনি, বয়স্কদের কথা ভাবেনি, বিধবাদের কথা ভাবেনি। জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া ২১ বছর দেশকে শাসনের নামে শোষণ করেছে। তারা দেশের জন্য কিছুই করেনি। আ’লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, আ’লীগ সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দিয়ে মানুষকে যে সহযোগিতা করেছে তা অস্বীকার করার মত না। যারা পায় তারাই জানে মাস শেষে এ সামান্য টাকাই কত প্রয়োজনে লাগে। বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছর দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন। খুনিরা তাকে বাঁচতে দেয়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে তাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরও অনেক আগেই উন্নয়নশীল দেশে পরিণত হতেন।
সিংড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন উপজেলা আ’লীগের সভাপতি এড. শেখ মো. ওহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, পৌর আ’লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।
পরে বেলা ২টায় উপজেলার পাকুরিয়া-কালাইকুড়ি মাঠে ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফের সভাপতিত্বে ইটালী ইউনিয়নের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী পলক।