রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত প্রায় সাড়ে ৮ লাখ টাকার চেক বিতরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৮:৩৪ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ৮ লাখ ৪০ হাজার টাকার ১৭ টি চেক দুস্থ, অসহায় জটিল, ও ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার(৬ নভেম্বর) দুপুরের দিকে ভাঙ্গুড়া বাজারের আওয়ামী লীগের দলীয় কার্যালয় আনুষ্ঠানিকভাবে এই চেকগুলি বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য শেষে চেকগুলি বিতরণ করেন পাবনা – ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লোকমান হোসেন,সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, আজাদ খান, জেলা পরিষদ সদস্য আসলাম আলী, খান মরিচ ইউপি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসাদুর রহমান আসাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল হাসান বিপ্লব ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, চেক প্রাপ্ত সুফল ভোগী ও তাদের আত্মীয়-স্বজন বৃন্দ। অসুস্থ ব্যক্তিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক হাতে পেয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

পরে সাংসদ আলহাজ্ব মোঃ মকবুল হোসেনের নেতৃত্বে বিএনপির জামাতের ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর