বিএনপি-জামায়াত এর অবধৈ হরতাল অগ্নিসংযোগ ও অবরোধ এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
রবিবার(৫নভেম্বর) সন্ধ্যায় লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে লক্ষীপুর আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বড় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামীম হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক খালেক, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ বিশ্বাস, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কুদ্দুস আলী, সাধারণ সম্পাদক পাঞ্জাব বিশ্বাস, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বায়োজিত শেখ, সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোক্তার হোসেন,
৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন, ১ নং ওয়াড আওয়ামী লীগের সহসভাপতি বিলায়েত হোসেন, আওয়ামী লীগ নেতা মনির হোসেন, সৈকত বিশ্বাস, রাকিব হোসেন, রাশেদ আলী, অনিক হোসেন, মুনসু, আরিফুজ্জামান প্রমুখ। উক্ত বিক্ষোভ মিছিলে লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।