রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

ই-পেপার

পাবনা জেলা কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম রতন 

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৫:৪৮ অপরাহ্ণ

পাবনায় কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (০৪ অক্টোবর) সকালে পুলিশ লাইনস এর সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ লাইনস এ এসে শেষ হয়। পরে পুলিশ লাইনস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সুধী সমাবেশ।
পুলিশ সুপার আকবর আলী মুনসীর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের পরিচালনায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এসময় আরো বক্তব্য দেন, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পিবিআই পুলিশ সুপার ফজলে এলাহী, জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম আব্দুর রহিম পাকন, জেলা আ.লীগের সভাপতি রেজাউল রহিম লাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন,
পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, জেলা আ.লীগের সহসভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তী, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান,পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, রানা‌ গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন বিশ্বাস রানা।
এসময় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিংয়ের কাজ হলো সমাজে অপরাধ সংগঠিত হওয়ার আগেই অপরাধীকে চিহ্নিত করা, অপরাধীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা। পুলিশ এক্ষেত্রে শতভাগ সফল হয়েছে।
বক্তারা আরো বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের ফলে সমাজে বাল্য বিবাহ, ইভটিজিং অনেক কমেছে। এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে। মাদক নিয়ন্ত্রণে আমাদের আরও কাজ করতে হবে।
পরে শ্রেষ্ঠ পাবনা জেলা কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হয়েছেন আটঘরিয়া থানার কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন। শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ সদস্য এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তার হাতে কেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর