আমি আর সুখ
সমান্তরাল হাঁটি
আশার শস্যবীজ
নৈরাশ্যের তুষার ভেদ করে
মাটিতে শেকড় বসাতেই পারে না।
বরফাচ্ছাদিত বাগান দেখে
ফিরে যায় গানের কোকিল।
জমে গেছে রক্ত
জমে গেছে মগজ
থেমে গেছে চিন্তা-ভাবনা- চলাচল।
অস্তমিত চাঁদ দেখে তবু
উদয়াচলের দিকে চেয়ে থাকি.