পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় জেল হত্যা দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ চত্বরে শুক্রবার বিকালে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাবনা- ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। এ সময় তিনি গত ২৮ অক্টোবরে বিএনপি- জামাতের দেশব্যাপী জ্বালাও পোড়াও আন্দোলন ও ধ্বংসাত্মক কার্যকলাপের কঠোর বিরোধিতা ও সমালোচনা করে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে বিগত ১৫ বছরের চলমান উন্নয়নকে ধরে রাখার জন্য আওমীলীগ নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন। বিএনপি- জামাত জ্বালাও পোড়াও ও মানুষ খুনের রাজনীতি করে। তারা সমাবেশের নামে শত শত গাড়ি ভাংচুর করেছে, পুলিশ পিটিয়ে মেরেছে ও অর্ধশত সাংবাদিককে পিটিয়ে আহত করেছে। তাদের বিচার হবেই। তাদের থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আলহাজ্ব গোলাম হাসনাইন রাসেল।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, জেলা পরিষদ সদস্য আসলাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক রানা।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ।এ সময় আরো উপস্থিত ছিলেন ছয়টি ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী ও সমর্থক বৃন্দ। পরে ‘৭৫ এর বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের শাহাদত বরণকারী সকল সদস্যদের ও ৩ নভেম্বরের শাহাদত বরণকারী জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।