শুক্রবার, ১০ মে ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন

ই-পেপার

বাগাতিপাড়ায় ৩ দিনের অবরোধ মাঠে নেয় বিএনপি-জামায়াত’র কোন নেতা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা দলগুলো সারাদেশে তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করলেও নাটোরের বাগাতিপাড়ায় তা মানেনি বিএনপির দুই অংশের কোন নেতাই। এমনকি মাঠে নেই জামায়াতও। এরআগে হরতালের দিন উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা,বাগাতিপাড়া পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিনের ব্যবহৃত গাড়ি রাস্তায় চলতে দেখা গেছে, বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশের পর প্রেসক্লাব’র সিসি-টিভি ক্যামেরা দেখে তা নিশ্চিত হওয়া গেছে। এদিকে নেতাদের মাঠে না দেখে হতাশা প্রকাশ করেছে কর্মীরা। উপজেলার পাঁকা গ্রামের বিএনপি সমর্থক আবুল কালাম বলেন, সারাদেশে হরতাল-অবরোধ সবাই মানলেও বাগাতিপাড়ার কোনো নেতাক পাওয়া যাচ্ছেনা। কর্ম-সমর্থকদের একহয়ে ওইসব নেতাদের মাঠে নামার দাবিতে মনববন্ধন করার কথাও জানান তিনি। এনিয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিনসহ বেশ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত নেতার মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের ফোনে পাওয়া যায়নি। তবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা নয়ন দাবি করেন, এদের মতো অথর্ব নেতাদের কারণে দল আজ দেউলিয়া হতে চলেছে। দলকে বাঁচাতে হলে কেন্দ্রীয় নেতাদের কাছে পরিক্ষীত ও ত্যাগী নেতাদের বেছে নেয়ার দাবিও করেন তিনি। বাংলাদেশ জামায়াত ইসলামী বাগাতিপাড়া শাখার সেক্রেটারী মাস্টার জাকির হোসেন বলেন, আমি এক বছর আগে নতুন দল বিডিপি’র দায়িত্ব নিয়েছি। জামায়াতের সাথে তার কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। এদিকে জামায়াতের সাবেক সেক্রেটারী ও সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ উদ্দিন জানান, নেতাদের অযোগ্যতার কারণেই কর্মী-সমর্থকদের আগ্রহ থাকা সত্তেও এই উপজেলাতে কর্মসূচী বাস্তবায়ন করা সম্ভব হয়নি। অন্যদিকে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির নেতা কমরেড অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু ও সাধারণ সম্পাদক মজিবর রহমান দফায় দফায় শান্তি সমাবেশ করে নিজ নিজ সমর্থকদের চাঙ্গা রাখছেন। বলছেন, শান্তি সমাবেশের কথা শুনে বিএনপি নেতারা ভয়ে ঘর থেকে বেড় হচ্ছে না। কেউ কেউ বের হলেও হরতাল অবরোদের কথা মুখেও আনছে না। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আজম খাঁন বলেন, রেলস্টশনের নিরাপত্তার কথা চিন্তা করে উপজেলার মালঞ্চি, ইয়াসিনপুর ও লোকমানপুর স্টেশনে আনসার সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি যে কোন নাশকতা ও জনদূর্ভোগ মোকাবেলায় পুলিশ বাহিনী প্রস্তুতি থেকে টহল বৃদ্ধি করা হয়েছে জনসাধারণে স্বাভাবিক চলাচলে বাধা ও বিঘœ সৃষ্টি করলে সাথে সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি করেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com