প্রীতিময় সমাজ গড়তে হলে
ভাংতে হবে অনিয়মের দ্বার,
নইলে জীর্ণময় মন্দের কাছে
মানতে হবে ভাগ্যের হার।
কন্ঠে না বাজিলে দ্রোহ
চোখে না থাকিলে নিশান
শোষণের অতল গহীনে
নিঃশেষ হবে প্রাণ।
শোষনের অলিগলি স্তব্ধ করতে
গর্জিলে শোষিতের কন্ঠ,
অনিয়মের সাম্রাজ্যে ধরিবে কাঁপন
হবেই লন্ডভন্ড।
ন্যায় প্রতিষ্ঠায় চাই ভাংচুর
চাই উপড়ে ফেলার শক্তি,
নইলে জুলুমের বন্দীদশা থেকে
মিলবে না কভু মুক্তি।