পাবনার চাটমোহর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজনে জাতীয় যুব দিবসে যুব ঋণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১ লা নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্যে উপলক্ষে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার।
আরোও বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, যুব ঋণ নিয়ে স্বাবলম্বী যুবক জাহিদুল ইসলাম, রেবেকা সুলতানা।
পরে ১২ জন বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত যুব ও যুব নারীর মাঝে মোট ৬ লক্ষ টাকা ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া তেবাড়িয়া যুব সোসাইটিকে সরকারি নিবন্ধন সনদ প্রদান করা হয়।