পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগ বিএনপি-জামায়াতকে রাজপথে নামতে দেয়নি ও আগামীতেও দিবেনা মর্মে ঘোষনা দিয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে স্থানীয় বাসস্ট্যান্ড মোড়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামায়াতের অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম এ ঘোষনা দেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে আমরা চলছি, চলবো। আমরা অতন্ত্র প্রহরী হিসেবে জনগণের পাশে থাকবো। পাহারা দেবো। তিনি পুলিশ ও সাংবাদিকদের উপর হামলা ও হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটাই হলো বিএনপি-জামায়াতের আসল চরিত্র।
সকালে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসস্ট্যান্ডে গিয়ে শান্তি সমাবেশ করে। সমাবেশে পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া,আওয়ামী লীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু, ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম, ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, যুবলীগ নেতা সাইদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।