রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় বিএনপির ২৩ নেতাকর্মী গ্রেফতার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৮:২৯ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় নাশকতা করার উদ্দেশে গোপন বৈঠক করার সময় অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ ২৩ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (২৯ অক্টোবর) ভোর রাতে শরৎনগর বাজারের পৌর আওয়ামীলীগ অফিসের পূর্ব দিক হতে পুলিশ তাদের আটক করেন। এ সময় ঘটনা স্থল হতে ১০টি অবিস্ফরিত পেট্টোল বোমা, বাশের লাঠি ও চাকু উদ্ধার করা হয়। এ সময় অনেকে পালিয়ে যায়।

পুলিশ জানান, ভাঙ্গুড়া থানাধীন শরৎনগর বাজারস্থ গরুর হাটের পৌর আওয়ামীলীগের পার্টি অফিসের পিছনে বেশকিছু বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য বিভিন্ন ধরণের পরিকল্পনা এবং অন্তর্ঘাত মূলক নাশকতা করার জন্য বিভিন্ন ধরণের সরকারী প্রতিষ্ঠান ও যানবাহন সহ ট্রেন লাইনের ক্ষতি করার উদ্দেশ্যে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রমূলক সভা ও শলাপরামর্শ করছেন। এছাড়াও নির্বাচিত সরকারকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। উক্ত সংবাদ পেয়ে ভাঙ্গুড়া থানার ওসি আলহাজ্ব মো. রশিদুল ইসলাম এসআই মোঃ জালাল উদ্দিন সঙ্গীয় এসআই মোঃ মঞ্জুর আহমেদ, এসআই মোঃ হাফিজুর রহমান, এসআই মোঃ আনোয়ার হোসেন, এএসআই মোঃ আনিছুর রহমান, এএসআই মোঃ জালাল উদ্দিনকে সাথে নিয়ে ভোর সাড়ে ৫টার দিকে উক্ত স্থানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতা কর্মীরা একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগসহ উপরোক্ত আলামত ফেলে দিক-বেদিক পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটককতরা হলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম (৪৭), সাং-চৌবাড়ীয়া উত্তর পাড়া, সাবেক উপজেলা বিএনপি-র সাধারণ সম্পাদক নুর মোজাহিদ স্বপন (৫৭), সাং-চর ভাঙ্গুড়া, মোঃ রাজু আলী মোল্লা (২৮), সাং-দিয়ারপাড়া, মোঃ জাফর ইকবাল হিরোক (৫৪), সাং-নৌবাড়ীয়া, মোঃ রিপন হোসেন (৩২), সাং-মল্লিকচক, মোঃ বায়োজিদ বোস্তামী (২৩), সাং-ভাঙ্গুড়া খাঁপাড়া, সর্ব থানা-ভাঙ্গুড়া, অধ্যক্ষ মোঃ আবু সাইদ (৫০),সাং-হাদল ধানুয়াঘাটা, থানা ফরিদপুর, মোঃ সাদ্দাম হোসেন (৩০), সাং-কলেজপাড়া,মোঃ আঃ রাজ্জাক (৫০), সাং- মল্লিকচক, মোঃ শাহাদৎ হোসেন (৩২), সাং- ভাঙ্গুড়া খাঁপাড়া, মোঃ আঃ খালেক (৪৭), সাং-উপজেলাপাড়া, সর্ব থানা-ভাঙ্গুড়া, মোঃ আবুল হাসান (৪৫), সাং-মহেলা, থানা-চাটমোহর, মোঃ আবুল হোসাইন (৩৪), সাং-জন্তিহার, থানা-ফরিদপুর, এ/পি-পৌর ভবনের সামনে, ভাঙ্গুড়া, পাবনা, মোঃ সাহেব আলী (২৪),সাং- সিংগাড়ী, থানা-ভাঙ্গুড়া, জেলা-পাবনা, মোঃ রাশিদুল ইসলাম (৩৭) সাং কৃষ্ণপুর, থানা-চাটমোহর, মোঃ মোকছেদুল ইসলাম (৩৩), সাং-সিংগাড়ী, মোঃ আলামিন (৩৩), সাং-সিংগাড়ী, সর্ব থানা-ভাঙ্গুড়া, মোঃ ইসলাম (৫০), সাং-গোপালনগর, থানা-ফরিদপুর, মোঃ নুরুজ্জামাল (৫০), সাং-ডেঙ্গাপাড়া, রমজান আলী সাং বাংগাবাড়িয়া, জিয়াউর রহমান সাং গোপাল নগর,মোনায়েম সং কাশিপুর, নিহাজ অভি সরকার পাড়া ভাঙ্গুড়া, জেলা পাবনা। এ সময় আর অনেকে পালিয়ে যায় । পুলিশ , ঘটনা স্থল হতে অবিস্ফোরিত ১০ টি পেট্রোল বোমা, ১০ টি ছোট-বড় বাঁশের লাঠি, ০৬ টি ছোট-বড় লোহার রড,০৪ টি ছোট চাকু উদ্ধার করা হয়।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক কৃতদের বিরুদ্ধে ১৯৭৪ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর