পাবনার চাটমোহরে ককটেল বিস্ফোরন ও ভাঙ্গচুরের ঘটনায় উপজেলার বিএনপির চার কর্মী আটক।
রবিবার (২৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের কে আটক করেন চাটমোহর থানা পুলিশ। আটককৃত চারজন হল, উপজেলার ধুলাউড়ি গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মহসিন মোল্লা (৪৫), রামচন্দ্রপুর এলাকার মোঃ রব্বান এর ছেলে আবুল কালাম আজাদ (৪০), একই গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে আব্দুল মান্নান (৫৫) ও জালেশ্বর গ্রামের মোঃ হোসেন প্রামানিকের ছেলে আরিফুল ইসলাম মিঠু (৩৪)। জানাযায় আটককৃতরা সকলেই বিএনপির সমর্থক।
উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়ন শ্রমিক লীগের অফিসে হামলা, ভাঙ্গচুর ও ককটেল বিস্ফোরন করে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। তারা দু’টি ককটেলের বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টি করে এবং অফিসে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙ্গচুর করে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা ককটেল বিস্ফোরন ও ভাঙ্গচুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই মামলার গ্রেপ্তার দেখিয়ে পুলিশ রোববার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।