মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

ই-পেপার

বাগাতিপাড়ায় বিএনপির হরতাল মানলেন না বিএনপির মেয়র লেলিন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৫:৩৪ অপরাহ্ণ

২৮ অক্টোবরের মহাসমাবেশে বিএনপি মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করলেও নাটোরের বাগাতিপাড়ায় তা মানেননি বিএনপির দুই অংশের কোনো নেতাই। এমনকি নিজের গাড়ি (প্রাইভেট কার) উপজেলার প্রধান সড়কের (প্রেসক্লাব) রাস্তায় রেখে দোকানীদের সাথে বসে আড্ডা দিতেও দেখা গেছে উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা বাগাতিপাড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ এ কে এম শরিফুল ইসলাম লেলিনকে। নেতাদের এমন কাণ্ড দেখে রীতিমতো আস্থা হারাচ্ছে কর্মীরা বলেও জানান অনেকে। উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ বেশ কয়েকজন নেতার মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের ফোনে পাওয়া যায়নি। তবে পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন বলছেন, ‘হরতালের প্রস্তুতি থাকলেও তা স্থগিত করে জরুরী কাজে বাজারে আসতে হয়েছে।’ এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান উপজেলা প্রেসক্লাবের সামনে শান্তি সমাবেশে অংশ নিয়ে বলেছেন, ‘আওয়ামী লীগের শান্তি সমাবেশের কথা শুনে বিএনপি নেতারা ভয়ে ঘর থেকে বেড় হচ্ছে না। কেউ কেউ বেড় হলেও হরতালের কথা মুখেও আনছে না।’ অন্যদিকে, নাশকতা প্রস্তুতির অভিযোগ এনে ৪ বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ বলেও নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আজম খাঁন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর