কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের সিংড়ায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে আওয়ামী লীগ। রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয় থেকে একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া টার্মিনাল এলাকায় উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শান্তি সমাবেশ করে।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি শেখ মো. ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, জেলা আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা, জাহেদুল ইসলাম ভোলা, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, লুৎফুল হাবিব রুবেল, মাওলানা রুহুল আমিন, পৌর আ’লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি মাহাবুব আলম বাবু, উপজেলা মহিলা লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, পৌর সভাপতি জয়তুন বেগম, উপজেলা যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক মোহন আলী, উপজেলা যুব মহিলালীগের সভাপতি খাদিজা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।