নাটোরের সিংড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলামসহ ৫ জন বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিংড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, সুকাশ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহŸায়ক আকতারুজ্জামান বাবুল, কলম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহŸায়ক আব্দুর রশিদ, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলাম রসুল, ইটালী ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি কর্মী জাহাঙ্গীর আলম।
সূত্রে জানা যায়, শনিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামী করে মামলা দায়ের করে। রবিবার দুপুরে তাদের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বিএনপির আটক ৫জন নেতাকর্মীকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।