পাবনার চাটমোহরে ফলিত পুষ্টি বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উপজেলা কৃষি কর্মকর্তার হলরুমে শুরু হয়েছে।
শুরুর দিন রবিবার ( ২৯ অক্টোবর) সকালে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষন ইন্সটিটিউট (বারটান) উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় কৃষি কর্মকর্তার প্রশিক্ষন কক্ষে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ।
৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণে উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক শিক্ষিকা,ইমাম ও এনজিও কর্মী ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে। অপর ব্যাচে এ প্রশিক্ষনে ৩০ জন কৃষাণ কৃষাণী এতে অংশগ্রহণ করে।
প্রশিক্ষণে ফলিত পুষ্টি বিষয়ক চাহিদা গুনাগুন বিভিন্ন বিষয়ে ধারনা দেওয়া হয় । আগামী ৩১ অক্টোবর মঙ্গলবার পয়ন্ত চলবে এ কর্মশালা।