নাটোরের নলডাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান আঃ আলীম সরদার এর নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও ষড়যন্ত্র এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভাইস চেয়ারম্যান আঃ আলীম সরদার।
শুক্রবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নলডাঙ্গা বাজারে ভাইস চেয়ারম্যান আঃ আলীমের নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ আলীম সরদার বলেন, আমার বিরুদ্ধে যেই যড়যন্ত্রমুলক মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলা করা হয়েছে তা শুধু আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং রাজনৈতিক ভাবে সুনাম ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। যার বাস্তব উদাহরণ আমাকে এ মামলা দিয়ে ফাঁসানের চেষ্টার মাধ্যমে তা জনগণের সামনে প্রকাশ পেয়েছে।
ওই মামলার বাদী ১৬ অক্টোবর বিকাল ৪ টার সময় যে ঘটনা উল্লেখ করেছে, সেই সময় আমি ব্রহ্মপুর উচ্চ বিদ্যালয় মাঠে এমপিকাপ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট খেলার সভাপতি হিসেবে সেখানে উপস্থিত ছিলাম।
সেই ফুটবল খেলা দেখতে হাজারো মানুষসহ নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ নিজেও উপস্থিত ছিলেন। সেই খেলা চলাকালিন সময়ে অনেক দর্শকরা ফেসবুকে লাইভে ছিলেন সেই প্রমানও আছে, আপনারা সাংবাদিক ভাইয়েরা একটু খোঁজ নিলেই জানতে পারবেন।
তিনি আরও বলেন, এই মামলা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট যা আমাকে জনগণের সামনে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্যে দায়ের করা হয়েছে। এই মামলাটি প্রশাসন সঠিকভাবে তদন্ত করলে আসল সত্য বেরিয়ে আসবে।
আর মামলার বাদী খাঁস জমি দখল এর যেই অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সরকারী চারটি খাঁস পুকুরের মধ্যে একটি আমার ভাইয়ের নামে সরকারী ইজারা (ডাকের) মাধ্যমে ৩ বছরের জন্য ইজারা নিয়ে মাছ চাষ করা হচ্ছে।
বাকি তিনটি পুকুর আমার ফুফাতো ভাই আখরুজ্জামান রেন্টু সরকারী ডাকের মাধ্যমে ইজারা নিয়ে মাছ চাষ করছে। এই কারণে আমার ফুফাতো ভাই রেন্টু কেও ওই মামলায় আসামী করা হয়েছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাই যেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই মিথ্যা মামলার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।