নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯,(নাটোর সদর-নলডাঙ্গা উপজেলা)-২ আসনে সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, নাটোর জেলা জজ কোটের পিপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. সিরাজুল ইসলাম এর মোটরসাইকেল সভাযাত্রা,গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪ ঘটিকায় উপজেলার মাধনগর বাজারের রেলওয়ে স্টেশনে মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়। মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ দেওয়ান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবজাল হোসেনের সঞ্চালনায়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫৯,(নাটোর সদর-নলডাঙ্গা)-২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর জেলা জজ কোটের পিপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম।
এসময় এড. সিরাজুল ইসলাম কে মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন।
এসময় অন্যান্য মধ্যে উপস্থিতি ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সৈয়দ মুর্তজা আলী বাবলু, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, জেলা আওয়ামী লীগের সদস্য ওয়ারিশ মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক সহ প্রমূখ।