কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নান্দাইল উপজেলার একই পরিবারের ৪জন সহ মোট ৫জন নিহত হয়েছেন। সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে আন্ত নগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন ও অন্য একটি মালবাহী ট্রেনের মধ্যে এক সংঘর্ষ হয়,এতে বিভিন জেলার অনেকেই হতাহত হয়েছে তার মধ্যে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ৫জন নিহত হয়েছে বলে জানাগেছে।যারা হতাহত হয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের বনাটি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সুজন মিয়া, তার সহধর্মিনী ফাতেমা আক্তার, তার ছেলে সজীব মিয়া এবং ইসমাইল মিয়া,অন্যজন হচ্ছেন- নান্দাইল উপজেলার মুসল্লি গ্রামের হীরা আক্তার।ওরা ঢাকায় স্বামীর কাছে যেতে চেয়েছিলেন।
নিহত সুজনের ভাই স্বপন মিয়া বলেন, আমার ভাই ঢাকার মোহাম্মদপুর তাজমহল রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। সেখানে তিনি ভ্যানে ডাব বিক্রি করে সংসার চালাতেন। গত শুক্রবার বড় ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে বাড়িতে যাওয়া হয়েছিলো।অনুষ্ঠান শেষে আজ ট্রেনে করে ঢাকায় আসার পথে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ভাইয়ের পরিবারের সবাই নিহত হয়েছেন। আমি অন্য একটা বগিতে অবস্থান করার কারণে প্রাণে বেঁচে গেছি।