রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন

ই-পেপার

শারদীয় দুর্গা পুজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ১০:৪৭ অপরাহ্ণ

শারদীয় দুর্গা পুজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ন পরিবেশে উদযাপন উপলক্ষে পাবনার চাটমোহর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় পৌর সদরের হরি সভা মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,পাবনা জেলা প্রশাসক মু:আসাদুজ্জামান।
 বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলার পুলিশ সুপার মো আকবর আলী মুনসী,চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ, চাটমোহর সার্কেলর সহকারী পুলিশ সুপার হাবিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা তানজিনা খাতুন,কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, উপজেলা ইঞ্জিনিয়ার সুলতান মাহমুদ,সিনিয়র মৎস কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী,সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য প্রমূখ।
বক্তারা  বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তা আজ বাস্তবে রূপ নিয়েছে। বাংলাদেশ সকল ধর্মের মানুষের সমাঅধিকার নিশ্চিত হয়েছে। সৌহাদ্যপূর্ন পরিবেশ বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে।
উল্লেখ চাটমোহর উপজেলায়  ৫৩ টি দূর্গা মন্দিরে শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্নভাবে উদযাপিত হচ্ছে। আগামী কাল ২৪ অক্টোবর প্রতিমা বিসর্জ্জনের মধ্যে দিয়ে শেষ হবে এ দুর্গোৎসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর