বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক লিয়াঁজো কর্মকর্তা, বঙ্গবন্ধু সৈনিক লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ বজলুর রহমান এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২০ অক্টোবর) দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ এর সভাপতি শহীদুজ্জামান নয়ন।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা শাখার সদস্য সাইদুল ইসলাম লিটন,মনোয়ার হোসেন রেজাউল,আমিনুল ইসলাম রাসেল।
আরো উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক আমিনুল ইসলাম রাসেল ও যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম এবং জিহাদ সরকার। পৌর সৈনিক লীগের আহবায়ক মোঃ উল্লাস ।
উক্ত অনুষ্ঠানে ভাঙ্গুড়া পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আহ্বায়ক যুগ্ম আহ্বায়কগণ উপস্থিত ছিল। সভাশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।