সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি’র ৪০ তম শুভ জন্মদিন পালন করা হয়েছে। রবিবার (২২ অক্টোবর) সন্ধায় চলনবিলের আলোর ভাঙ্গুড়া অফিসে রফিকুল ইসলাম রনি কেক কেটে শুভ জন্মদিন পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চলনবিলের আলো’র ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সোহেল রানা জয়, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন, সহ-বার্তা সম্পাদক মোঃ গোলাম রাব্বি, দৈনিক কালবেলা প্রতিনিধি মোঃ আব্দুর রহিম, দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি মোঃ মাসুদ রানা, দৈনিক যুগান্তর প্রতিনিধি শিহাবুল ইসলাম পিপুল, চলনবিলের আলোর স্টাফ রিপোর্টার মোঃ ইকবাল হাসান, গণকন্ঠের প্রতিনিধি মোঃ আখিরুল ইসলাম প্রমুখ।
রফিকুল ইসলাম রনি পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল পাকপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮৪ সালে ২২ অক্টোবর জন্ম গ্রহণ করেন। তিনি নির্লোভ ও পেশাদার সাংবাদিকতার অনন্য ব্যক্তিত্ব, আলোকিত মানুষ গড়ার কারিগর, সাংবাদিকদের বটবৃক্ষ ও দৈনিক জনকন্ঠ’র নিজস্ব সংবাদদাতা ও দি বাংলাদেশ টুডে’র প্রতিনিধি এবং স্বনামধন্য গুণী সাংবাদিকনেতা। কেক কাটা ও আলোচনা শেষে তার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।