পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২১ অক্টোবর) সন্ধ্যায় চাঁদভা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পরিচিত সভায় সভাপতিত্ব করেন চাঁদভা ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক কেএম ফিরোজ ইলিয়াস সাত্তার।
পরিচিত সভায় বক্তব্য দেন চাঁদভা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহবায়ক বাচ্চু মিয়া, আব্দুল মালেক প্রাং, শাহা আলম প্রাং, ইউপি সদস্য ও কৃষক লীগের সদস্য জাহানারা খাতুন, মালেকা পারভীন, ফারুক হোসেন, আব্দুস সালাম প্রমুখ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সদস্য মোক্তার হোসেন, আব্দুস সালাম, রওসনারা খাতুন, ইসমাইল হোসেন, আব্দুল আলিম, সরোয়ার হোসেন সবুজ, মিলন মিয়া, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম খোকন, মিলন হোসেন, মিনাজ সরকার, বিল্লাল হোসেন, বকুল হোসেন।
আটঘরিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি ইয়াকুব আলী খান ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত আগামী তিন মাসের জন্য চাঁদভা ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।