বিশ্বকাপে কাঁপেনি দেশ
উত্তাপ নেই কিছু,
দল গঠনে নির্বুদ্ধিতায়
পরাজয় ছাড়েনি পিছু।
ব্যাটিং অর্ডার বলবো কি আর
খেলার মাঝে খেলা,
দায়িত্বজ্ঞানহীন কোচ ক্যাপ্টেন
কাণ্ডজ্ঞানহীন নাকি অবহেলা।
বাংলার বাঘ মনে ছিল সাধ
খেলবো সেমিফাইনাল,
ডেরা থেকে তবু বেরিয়ে গেছে
ভারত, ইংলিশ ও নিউজিল্যান্ড।
এখনো বাকী আফ্রিকা, শ্রীলংকা
পাকিস্তান, ডাচ ও অজিরা,
আফগান বধের সেই স্মৃতি
ফিরিয়ে আনুক প্রিয় বাঘেরা।
ক্রিকেট মানেই এক বাংলাদেশ
আবেগ ভালবাসায় ভরা,
তোমাদের দিকে তাকিয়ে দেশ
জয় আসবে কি ত্বরা?