নাটোরের সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ পেয়েছে ৩ হাজার রোগী।
শনিবার (২১ অক্টোবর) সকাল ৯টায় পৌর শহরের দমদমা দত্তপাড়া দুর্গা মন্দির কমিটির আয়োজনে এ ক্যাম্পের উদ্বোধন করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
জানা যায়, ডাক্তার শান্তনু কুমার সাহার উদ্যোগে প্রায় ৩ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা ও ৫ লক্ষ টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। এ নিয়ে ১৫ বছর যাবৎ দুর্গাপূজায় এ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তিনি।
উদ্যোক্তা ডাঃ শান্তনু কুমার সাহা বলেন, প্রতিবছর দুর্গাপূজায় আমরা বিনামূল্যে এ চিকিৎসা সেবা দিয়ে থাকি। এটা আমাদের ১৫তম অধিবেশন। আমরা সবসময় সেবার মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই।
ডাঃ শান্তনু কুমার সাহা’র সার্বিক ব্যবস্থাপনায় ১৪ জন চিকিৎসক চিকিৎসা সেবা দেন।