নাটোরের সিংড়ায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে ৯৫টি পূজামন্ডপের অনুকূলে সরকারি ডিও ও ব্যক্তিগত শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এসব বিতরণ করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি।
উপজেলার ৯৫টি মন্ডপে সরকারি ডিও হিসেবে ৫০০ কেজি করে চাল ও প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে নগদ এক হাজার করে টাকা, ৫টি করে শাড়ি, ৮টি করে টি-শার্ট, ১টি করে রামাবলি, গীতা ও পৈতা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্কা আল-আমিন সরকার, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁদ মোহন হালদার, সাধারণ সম্পাদক তাপস সরকার প্রমুখ।