রোজা কর, নামাজ পড়ো
ওহে মুসলমান,
কিয়ামতের কঠিন দিনে
পাবে এর প্রতিদান।
রোজার মাসে
বেশি বেশি যাকাত ফেতরা দাও,
এই পৃথিবীতে ধনী গরীব
বিবেদ একটু কমাও।
এই সমাজে অনেক
ধনাঢ্যশালী ব্যক্তিদ্বয় আছে,
সাহায্যের জন্য গরীব লোক
যায় তাদের কাছে ।
তাই আশে পাশের গরীবদের
খাদ্য বস্ত্র কর দান,
এতে করে আল্লাহ-তাআলা
তোমার বাড়াবে মান-সম্মান।
লেখক পরিচিতি:-
মো: আলমগীর হোসেন,
লাঙ্গলমোড়া, সলঙ্গা, সিরাজগঞ্জ।
মোবাইল: ০১৭৪০-৭১৪৬৫৬