“শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) এ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে “শেখ রাসেল দিবস” যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে শেখ রাসেল-এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন, র্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম আলমাস, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কে এম ইফতেখারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, পৌর আ’লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আতিকুর রহমান, ওয়াদুল মোল্লা, যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে “শেখ রাসেল দিবস” পালিত হয়েছে।