ফসলের হাসি মানে কৃষকের হাসি,
সঠিক সময়ে মাইনে পেলে শ্রমিকেরা খুশি,
বাজার নিয়ন্ত্রিত হলে সব পেশার মানুষেরাই খুশি,
এসো আমরা বাংলাদেশকে ভালোবাসি।
বর্তমানে জলবায়ু অনুকূলে রাখতে হলে-
বৃক্ষরোপন প্রয়োজন গবেষকেরা বলে;
নদী কিংবা খাল-বিল ভরাট বন্ধ করি,
এসো নবীন-প্রবীণ সোনার বাংলা গড়ি।