আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে সম্প্রতি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ অক্টোবর) বিকেলে তাড়াশ থানার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অমৃত সূত্রধর। তিনি বলেন, তাড়াশ উপজেলায় ৪৫ টি মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করার জন্য প্রতিটি মন্ডপ বাধ্যতামূলক সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া যেকোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত হয়।
অন্যনাদের মধ্যে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রজত ঘোষ, সাধারণ সম্পাদক আনন্দ ঘোষ, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক শামিউল হক শামিম, সগুনা ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্ট, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আকতার হোসেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক মৃণাল কান্তি সরকার মিলু, প্রচার সম্পাদক বাদল দাস, উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক সঞ্জয় সিংহ প্রমূখ।