শনিবার (১৪ অক্টোবর) বেলা এগারোটায় মডেল থানার আয়োজনে থানা চত্বরে মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ নজরুল ইসলাম সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু , সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ( উল্লাপাড়া সার্কেল ) অমৃত সুত্রধর।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত ঘোষ, সাধারণ রতন সরকার, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাত কুমার নন্দী, সাংবাদিক রিয়াজুল ইসলাম সবুজ, বাঙ্গালা ইউপি চেয়ারম্যান সোহেল রানা ,পূর্ণিমাগাতী ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম তপন, বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হাসান প্রমুখ ।
উল্লাপাড়া পূজা উদযাপন পরিষদ সুত্রে গোটা উপজেলায় এবারে মোট একশোটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা পূজা হবে।