প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন করা, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসীল ভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহিভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদ সৃজনসহ বিসিএস শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্য বিসিএস সাধারণ শিক্ষা সমিতি তিন দিনব্যাপি কর্মবিরতি কর্মসূচি পালিত হয়েছে।
নাটোরের সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ ইউনিটের “সর্বাত্মক কর্মবিরতি” শিরোনামে ব্যানার নিয়ে ১০, ১১ ও ১২ অক্টোবর তিন দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ফরহাদ হোসেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান) ড. মো. রফিকুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান) এ কে এম সাইদুর রহমান খান, যুগ্ম সম্পাদক হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোছাঃ সুমি খাতুন, সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) সমর কুমার সরকার প্রমুখ।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান) ড. মো. রফিকুল ইসলাম বলেন, দাবি পূরণ না হওয়ায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১০, ১১ ও ১২ অক্টোবর সর্বাত্মক কর্মবিরতি পালন করেছি। কেন্দ্রীয় সংগঠন যেকোনো কর্মসূচি ঘোষণা করলে আমরা পালন করবো।