সিরাজগঞ্জের তাড়াশে গলায় ফাঁস দিয়ে আক্কাস আলী (৪৯) নামের এক ঋণ গ্রস্ত কৃষক আত্নহত্যা করেছেন।
বুধবার দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের সান্দুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।
পরিবারের বরাত দিয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলাম জানান, কৃষক আক্কাস আলী কিছুদিন আগে একটি জমি ক্রয় করেন। এ কারণে তিনি ঋণগ্রস্থ হয়ে পড়েন। আর ধারনা করা হচ্ছে সেই হতাশা থেকেই তিনি পরিবারের সকলের অগোচরে নিজ শয়ন ঘরের ধরনার সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন ঘরের মধ্য ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।
তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ ঘটনায় পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।