সমাজে কিছু নিকৃষ্ট লোক আছে
বিক্রি করে মদ গাজা ফেন্সিডেল,
ওরা সমাজকে ধ্বংস করে
ভবিষ্যত প্রজন্মকে করছে ঘায়েল।
কত মানুষ মাদকাক্ত হয়ে
অচিরেই গেল মারা,
তবুও ওদের নেশা বিক্রিতে
হ্রদয়ে দিলনা নারা !
কত ছাত্র মাদকে আসক্ত হয়ে
ছেড়েছে লেখাপড়া,
নিজের ছেলেও এমন হতে পারে
এটুকু ভাবলনা তারা ।
ওদের হুশ নেই
হুশ হবে করে,
যেদিন ওদের ছেলেরা মাদকাসক্ত হয়ে
চোর বদমাশ হবে ।
লেখক পরিচিতি:
মো: আলমগীর হোসেন,
লাঙ্গলমোড়া, সলঙ্গা, সিরাজগঞ্জ,৬৭২০।
মোবাইল: ০১৭৪০-৭১৪৬৫৬