আমি কৃষক আমার প্রিয় ধান,
জমির আইল কাটি গাই গান।
আমি হাত মই টানি হাতে ফোসা,
পাশের তোতা মিয়া কাদায় বসা।
ওরা বিছন তুলি জমি লাগায়,
আমি বিড়ি দিই হাসে কামলায়,।
আমি রোদে পুড়ি দিই ধানে পানি,
ধানের মালিক খোদা তুমি জানি।
আমি ধান দেখি জমিতে দু বেলা,
বাতাস বন্ধু ধানে করে খেলা।
আমি কষ্ট করে ছিটাই সার,
আমি মাটির বুকে দিই খাবার।
আমি কৃষক সব টাকা ফুরাই,
দেনাটা করে ধান গাছ গড়াই।
আমি কৃষক পান্তা পানি খাই,
আমি রোদে পুড়ি আগাছা নিড়াই।
আমার ধান পাকলে মুখে হাসি,
আমি তাল পাতার বাঁজাই বাঁশি।
ধান গোলায় তুলি যায়না দেনা,
ছেড়া গেনজি পড়ি যায়না কেনা।