সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলা
চৌহালী একটির নাম,
রাক্ষুসী যমুনা নদীর হিংস্র ছোবলে
ভেঙ্গে গেছে অনেক গ্রাম।
রাস্তা-ঘাট, হাট-বাজার, খেলার মাঠ
আরো কত স্থাপনা,
অবহেলা আর অনাদরে ভেঙ্গে গেল
রাষ্ট্রপক্ষ তা কখনো ভেবে দেখলনা।
স্বাধীন দেশের নাগরিক হয়েও
অধিকার নাই মোদের এ দেশে,
বসত ভিটা যমুনার পেটে
মোরা ঘুরছি যাযাবর বেশে।
চৌহালী উপজেলার মানচিত্রটি
ধীরে ধীরে গেল মুছে,
প্রতিকার চেয়েও পেলাম না মোরা
মোদের সোনার বাংলাদেশে।