সারাদিন খেটে মোর পকেটে ওঠে-
এই একখানা পাঁচশ টাকার নোট,
বাজার করতে গেলে চোখ ওঠে কপালে-
আমি তারে কেমনে দেব ভোট!
বাচ্চাদের পড়ালেখা চিকিৎসা তো আছে-
শোষকেরা এদেশে বেঁধেছে মস্ত জোট,
পোশাক মোর যেমন হোক দুঃখ নেই তাতে-
দিনমজুরী যদি পেতাম হাজার টাকার নোট!