“বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসার এর কার্যালয়ের আয়োজনে জাতীয় কণ্যা শিশু দিবস ২০২৩ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩০সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কলেজ মাঠে থেকে শোভাযাত্রা বের হয়ে প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোল্লা বাবুল আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার, ব্র্যাক চৌহালী শাখার মো আবু দাউদ, মামুন ও রানা প্রমুখ। জাতীয় কর্মসুচিতে অংশ নেন এলাকার শিশু, শিক্ষক ও কিশোরী ক্লাবের সদস্যরা। সারাদেশের মতো চৌহালীতে জাতীয় কণ্যা শিশু দিবস পালন করা হয়।
এ দিবসের তাতপর্যসহ সকল বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা।