‘পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প’ এর আওতায় নাটোরের সিংড়ায় ২ লাখ ২০ হাজার ৫৬২টি ছাগল-ভেড়া পাবে পিপিআর রোগের টিকা। ১লা অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত এ টিকা প্রদান করা হবে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কে এম ইফতেখারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি মো. রাজু আহমেদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সিনিয়র সাংবাদিক শারফুল খান খোকন, সাংবাদিক খলিল মাহমুদ, মো. আবু জাফর সিদ্দিকী, শহিদুল ইসলাম সুইট প্রমুখ।
ডাঃ কে এম ইফতেখারুল ইসলাম বলেন, ‘পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প’ এর আওতায় সারাদেশে একযোগে ছাগল-ভেড়ার ভাইরাসজনিত প্রাণঘাতি পিপিআর রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আগামীকাল সকাল ৬টা থেকে এই কার্যক্রম শুরু হবে। সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় ১৩টি টিম কাজ করবে। আগামী মাসের ৯ তারিখ পর্যন্ত ক্যাম্পেইন চলবে। উপজেলার ২ লাখ ২০ হাজার ৫৬২টি ছাগল-ভেড়াকে এই টিকা প্রদান করা হবে।