সিরাজগঞ্জের উল্লাপাড়া সলপ ইউনিয়নের সোনতলা গোলচত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” এর জ্যৈষ্ঠ কন্যা, গণতন্ত্রের মানসকন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জম্মদিন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার সময় ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সঙ্গে নিয়ে সোনতলায় এ অনুষ্ঠানের আয়োজন করেন। এ উপলক্ষে সলপ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা কর্মীরা সোনতলায় জড়ো হয়। পরে সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপত শওকাত ওসমান এর নেতৃত্বে র্যালীটি সোনতলায় প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা শেষে দোয়া মাহফিল কেক কাটা হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বারবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত শওকাত ওসমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু।
এ সময় উপস্থিত ছিলেন সলপ ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু।