বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

পিকনিকে এসে হালতি বিলে এক ছাত্রীর মৃত্যু

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ৪:২৬ অপরাহ্ণ

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে পিকনিকে এসে নৌকার শ্যালো মেশিনের ইঞ্চিনের চাকায় ওড়না পেঁচিয়ে  মুন্নি(১৫) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর)  বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার হালতি বিলের ত্রিমোহনী মৎস্য অভয়াশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রীর নাম মুন্নি খাতুন (১৫) তিনি উপজেলার খাজুরা গ্রামের মাংস ব্যবসায়ী (কসাই) মতিনের মেয়ে ও খাজুরা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার উপজেলার খাজুরা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় হতে শিক্ষার্থী ও শিক্ষকগণ নৌকা নিয়ে পিকনিকে বের হয়। এসময় দশম শ্রেণির ছাত্রী মুন্নি খাতুন নৌকার ইঞ্চিনের কাছে বসে ছিল। হঠাৎ অসাধানতাবশত ছাত্রীর ওড়না বাতাসে উড়ে নৌকার শ্যালো মেশিনের ইঞ্চিনের চাকায় পেঁচিয়ে যায় এবং গুরুতর রক্তাক্ত জখম হয়। গুরুতর আহত অবস্থায় ছাত্রী মুন্নিকে উদ্ধার করে চিকিৎসার জন্য  শিক্ষকরা নাটোর সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাজুরা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সংক্রান্তে থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মেয়ের পিতা-মাতা সহ আত্মীয় স্বজনের কোন অভিযোগ নাই মর্মে থানায় জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর