পল্লী বিদ্যুতের খুঁটি সরানোর দিনাজপুরের বীরগঞ্জে বৈদ্যুতিক সঞ্চালন তারে জড়িয়ে রিপন ইসলাম (২৬)নামে এক শ্রমিক আহত হয়েছে।
আহত রিপন ইসলাম (২৬) দিনাজপুর সদর উপজেলা শুভরা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
বুধবার সকাল ১০টায় বীরগঞ্জ পৌরসভার প্রধান ফটকের সামনে পল্লী বিদ্যুতের সঞ্চালন তারের সংযোগ বিচিন্ন করার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলা মডেল মসজিদের নির্মান কাজের সুবিধার জন্য মসজিদের সামনে অবস্থিত খুটি সরানোর কাজ শুরু করে শ্রমিকরা। কাজের এসময় বীরগঞ্জ পৌরসভার প্রধান ফটকে অবস্থিত বৈদ্যুতিক খুঁটি হতে তার কেটে সংযোগ বিছিন্ন করতে গিয়ে বৈদ্যুতিক সঞ্চালন তারে আটকে যায় একজন শ্রমিক। পরে বাকী শ্রমিকরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত রিপন ইসলাম জানান, কাজ করার পূর্বে বৈদ্যুতিক লাইন সাটডাউন দেয়া হয়। এরপর জামপার কেটে ফেলা হয়। কিন্তু নিচের তারে পৌর শহরের লাইন ছিল এবং এটা বন্ধ করা হয়নি। বিষয়টি আমার জানা ছিল না এবং আমাকে কেউ জানায় নি। নেমে আসার সময় সেই তারে আমার পা লেগে যায়। এর পর আর কিছু বলতে পারি না।
অপর শ্রমিক মিজানুর রহমান জানান, আমরা সুপারভাইজার সাদেকুল ইসলামের নেতৃত্বে ১০ জন শ্রমিক কাজ করছি। কাজের শুরুতেই বৈদ্যুতিক সঞ্চালন তারে আটকে যায় রিপন ইসলাম। পরে অফিসে ফোন দিলে সাথেই লাইন বন্ধ করে দেয়। সেখানে থাকা একটি মাটি কাটা মেশিনের সাহায্যে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আফরোজ সুলতানা লুনা বলেন, আহত শ্রমিক রিপন ইসলাম এখন আশংকা মুক্ত।