কোরআন হাদীসের পথে চলে
জীবন গড়ো ভবে।
আস্তা রাখ রবের উপরে
সফল হবে তবে।
পাপের পথকে ছেড়ে দিয়ে
চলো আল কোরআন হাদীস মেনে
পাপের পথে শাস্তি পাবে
রেখো সব জেনে।
আল কোরআন আসল শিক্ষা
জীবন করো ভালো
আল কোরআনের শিক্ষা নিয়ে
জ্বালাও দ্বীন ইসলামের আলো।
পাপের পথে চলার তরে
বিপদ সদা আসে।
শয়তান দেখে মজা পেয়ে অট্রকরে হাসে।
চলবো না আর কোনদিনও পাপের পথে
তাওবা করিব আজি।
দ্বীন ইসলামের পথে চলার তরে
রাখবো জীবন বাজি।