নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর রেলওয়ের ক্রসিং থেকে অজ্ঞাত এক যুবককে অজ্ঞান অবস্থা উদ্ধার করেছে নলডাঙ্গা ফায়ার স্টেশন।
স্থানীয় এলাকাবাসী ও নলডাঙ্গা ফায়ার স্টেশনে কর্মরত ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ মেহেরুল ইসলাম তিনি জানান, এলাকাবাসী বিষয়টি আমাদেরকে জানালে আমরা আজ সকাল ০৬:৫০ মিনিটে উপজেলার বাসুদেবপুর রেলওয়ের ক্রসিং এলাকায় ঘটনাস্থলে এসে অজ্ঞান অবস্থায় এক অজ্ঞাত যুবককে উদ্ধার করে নাটোর সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। অজ্ঞাত যুবকের কোনো পরিচয় পাওয়া যায় নাই। যুবকটি ট্রেন থেকে পরে অজ্ঞান হয়ে গিয়েছে বলে জানান স্থানীয় এলাকাবাসী।