নাটোরের সিংড়া প্রেসক্লাবের আয়োজনে মাসিক সাহিত্য আসর ও সাহিত্য সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া প্রেস ক্লাব কমপ্লেক্স ভবনে প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌরভ সোহরাবের সঞ্চালনায় এই সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
সাহিত্য আসরে সাহিত্য বিষয়ক আলোচনাসহ স্বরচিত কবিতা পাঠ করেন কবি মাহবুব মান্নান ও প্রভাষক মোঃ আইয়ুব আলী। স্বরচিত কবিতা পাঠ করেন প্রবীণ কবি মোঃ আবুল হোসেন, সরদার মোহাম্মদ আলী, মোঃ আমজাদ হোসেন, কবি আজাহার আলী, এনামুল হক মিন্নতি, সনজু কাদের, নবীন কবি কাওছার আহমেদ, কবির হোসেন, জুয়েল, প্রত্যয় সাহা, বাদশা শাকিল, সামাউন আলী, আম্বিয়া খাতুন, সাথী খাতুন, আল আমিন, মাওলানা মোঃ ওমর ফারুক ও কিশোর কবি আরাফ ফেরদৌস রাফি।
কবিতা পাঠ শেষে তাড়াশ থেকে প্রকাশিত সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক কবি আব্দুর রাজ্জাক রাজুকে সাহিত্য সম্মাননা-২০২৩ পদক প্রদান করা হয়। সাহিত্য পদক তুলে দেন সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম সুইট, নির্বাহী সদস্য মো. আবু জাফর সিদ্দিকী, কবি রিক্তা বানু, মুফতি জাকারিয়া মাসুদ, চঞ্চল মাহমুদ সংগ্রাম, লিটনসহ নবীণ-প্রবীণ কবিরা উপস্থিত ছিলেন।