বাজল তামায়, অসুর মানব
কিনছে বিষের বাঁশি,
বাঁশির শিশে অনল বিষে
চিবুকে থামায় হাসি।
ভুবন ডাঙার শুভ্রনীলে হায়!
অথই বিষাদ জল,
অবোধ জনে ডুবল তলায়
হারায় শক্তির বল।
জল ডুঙিতে জাগল খলের
ছাপলে আকাশময়,
উজান ভাটির মাটি- মানুষে
ঢুকলো মনে ভয়।
ড্রাগণ-হাসির অগ্নি ফণায়
পুড়লো বনের মাটি,
বৃক্ষ তরুতে নামলো মরু
পুড়ল আমের আঁটি।
বাঁচাও বৃক্ষ বাঁচাও মানুষ
বাঁচুক প্রকৃতি দেশ,
উদাস হাওয়ায় ফুটুক হাসি
ছাড়ুক দুঃখ-ক্লেশ।