চাঁদটি দেখি বাড়ে কমে
লুকায় আবার ফেরায়,
দিনে ঘুমায় রাতে জাগে
আঁধার রাতে বেড়ায়,
দাওয়ায় বসে ভাবে অন্তু
কিবায় এসব হয়!
চাঁদটা যদি পড়ে খঁসে
মনে জাগে ভয়।
চাঁদের গাঁয়ে থাকে কারা
কোথায় থাকে খায়!
ছোট্ট ছোট্ট শিশু কিশোর
পাঠশালে কি যায়?
চাঁদের বুকে এত দূরে
রেলগাড়ি কি যায়?
আমিও যদি যাই ওখানে
সুজন মাঝির নায়!