নাটোরের নলডাঙ্গায় এক তরুণীকে বিয়ের প্রলোভনে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় এক তরুণীকে অপহরন করার অভিযোগে দায়েরকৃত মামলায় আশিক নামের এক তরুণ কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫।
শুকবার (০১ লা সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার বুড়িরভাগ এলাকা থেকে গ্রেফতার করে নলডাঙ্গা থানায় হস্তান্তর করেন র্যাব।
গত ৩১ আগষ্ট বৃহস্পতিবার এ ঘটনায় তরুণীর পিতা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতার কৃত হলেন বুড়িরভাগ গ্রামের সুমন আলীর ছেলে আশিক (২৫) একই উপজেলার অপহরনকৃত তরুণী হলুদঘর গ্রামের বাসিন্দা।
নাটোর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ ও নলডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার হলুদঘর গ্রামের ঐ তরুণীকে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমের প্রস্তাব দিত আশিক। এতে ওই তরনী রাজী না হওয়া গত ২৯ আগষ্ট সকাল ৬ টার দিকে উপজেলার হলুদঘর গ্রাম থেকে জোর করে অপহরণ করে সিএনজি যোগে তুলে নিয়ে যায়।
এঘটনায় তরুণীর পিতা বাদী হয়ে নলডাঙ্গা থানায় গত ৩১ আগস্ট ২০২৩ ইং এ অপহরন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে এর ৭/৩০ ধারায়, মামলা নং ১৮ আশিক কে প্রধান আসামী করে মামলা দায়ের করেন।
এ ঘটনায় ১ লা সেপ্টম্বর শুক্রবার ভোর রাতে নাটোর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ একটি দল তথ্য প্রযুক্তি ও গোপন সূত্রে অভিযান চালিয়ে উপজেলার বুড়িরভাগ এলাকা থেকে আশিক কে গ্রেপ্তার করে নলডাঙ্গা থানায় হস্তান্তর করেন। পরে অপহরণকৃত তরুণীকে উদ্ধার করা হয়। নাটোর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫,অধিনায়ক সহকারী পুলিশ সুপার নুরুল হুদা এ তথ্য নিশ্চিত করেন।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শুক্রবার দুপুরে অপহরন মামলার প্রধান আসামী আশিককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।